Inicio Bad Bunny Canciones Religiosas Taylor Swift Ed Sheeran Luis Fonsi Ozuna Daddy Yankee J Balvin Maluma DMCA

Escuchar música y letra de Ami Achi de Arijit Singh - Escucha y canta NewMusicas

Artist profile picture

Ami Achi

Arijit Singh

Canciones

আমি আছি গতকালেও
আমি আছি আগামীতেও
যেমন এখন আমি আছি

আমি আছি
তুমি আঙুল ছুঁয়ে দেখো
আমি আছি

ও বাতাসের জন্যে, হয়তো অরণ্যে
গাছের শরীরে, পাতায় পাতায় আমি আছি
হয়তো আষাঢ় মাসে, নরম হাতের পাশে
একলা ছাতায় আমি আছি

আমি আছি আগামীতেও
যেমন এখন আমি আছি

জীবন-দেওয়াল লেখা ভাঙা কবিতার মতো ঘর
জানলার কাঁচে জল অসময়ের বৃষ্টির পর
খুচরো আলোর ভিড়ে ছোট ছোট কত অভিমান
কিছু তো চাই না, তবু থেকে যায় পিছুটান, পিছুটান

আমি আছি গতকালেও
যেমন এখন আমি আছি

সময়ের মন নেই, তবু মন কেমন করে
নিজেকে অচেনা লাগে সমুদ্রস্নানের পরে
ও আবার সকাল হলে বসো তুমি রোদের ছায়ায়
যা নেই, তাও থাকে, আসলে কি কিছু বদলায়, বদলায়

আমি আছি আগামীতেও
যেমন এখন আমি আছি

ও বাতাসের জন্যে, হয়তো অরন্যে
গাছের শরীরে, পাতায় পাতায় আমি আছি
হয়তো আষাঢ় মাসে, নরম হাতের পাশে
একলা ছাতায় আমি আছি

আমি আছি
তুমি আঙুল ছুঁয়ে দেখো
আমি আছি

Más de Arijit Singh

20 canciones
  • Satrangi Re (feat. Dawn Cordo)
  • Shanivaar Raati (feat. Shalmali Kholgade)
  • Safar
  • A Catalyst Thought
  • Halka Halka Sa
  • Soney Do
  • Gazab Ka Hai Yeh Din
  • O Beautiful Unknown
  • Luteron Ka Lutera
  • Saanson Ko
  • Intezaar (feat. Asees Kaur)
  • Raat Akeli Thi (feat. Antara Mitra)
  • Muskurane
  • Raakh
  • Main Parwaana (feat. Pooja Tiwari, Nisa Shetty & Rakshita Suresh)
  • Kalank
  • Rihaa
  • Purza
  • Chedkhaniyan (feat. Nikhita Gandhi)
  • Saware
  • Inicio Bad Bunny Canciones Religiosas Taylor Swift Ed Sheeran Luis Fonsi Ozuna Daddy Yankee J Balvin Maluma DMCA